শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ওমানের বারকায় ইসলামী আন্দোলনের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

এস এম সাইফুল ইসলাম

ওমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বারকা শাখার উদ্যোগে আয়োজিত “সিরাতুন্নবী” (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শীর্ষক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অসংখ্য বাংলাদেশী প্রবাসীরা অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

শনিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৯ টায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

চিত্রঃ মাহফিলে প্রবাসীদের উপচেপড়া ভিড়

বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন দলটির বারকা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সিদ্দীকুর রহমান।

তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীর্ষক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দু’বছর ধরে মাহফিলটি বন্ধ ছিলো বলে জানান তিনি।

মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওমানের বারকা শাখার সভাপতি ক্বারী মাওলানা তৈয়্যব। এছাড়া প্রধান অতিথি ছিলেন দলটির ওমান শাখার সভাপতি মাওলানা সাবের আহমাদ।

মাওলানা ক্বারী তৈয়্যবের সভাপতিত্বে আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা জমিরউদ্দীন(রাঙ্গুনিয়া, চট্টগ্রাম)সহ স্থানীয় নেতৃবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ওবাইদুল করীম, মাওলানা ফরিদ আহমাদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img