শনিবার, মে ১০, ২০২৫

ইসরাইল-হামাস যুদ্ধে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম।

সোমবার (৯ অক্টোবর) তেলের দাম ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বিশ্বের মোট তেলের চাহিদার বড় অংশ পূরণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ায় তেল সরবরাহে বিঘ্ন ও সংকট দেখা দিতে পারে— এমন আশঙ্কা থেকে দাম বেড়ে গেছে।

সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৬৫ ডলার হয়েছে। অপরদিকে ওয়েস্ট টেক্সাসের ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ দশমিক ৩৯ ডলার।

ইসরাইলের ওপর হামাসের হামলায় এখন পর্যন্ত উভয় পক্ষের ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শঙ্কা তৈরি হয়েছে, সংঘাতের মাত্রা যদি বাড়তে থাকে তাহলে এতে যুক্ত হতে পারে আমেরিকা ও ইরান।

এএনজেড গ্রুপের ব্রায়ান মার্টিন এবং ড্যানিয়েল হায়েনস বলেছেন, তেলের বাজারের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো— এই দ্বন্দ্ব এই দুই পক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি ওই অঞ্চলের অন্যান্য জায়গায়— বিশেষ করে সৌদি আরবে ছড়িয়ে পড়ে।

সূত্র: এএফপি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img