ইরানে তীব্র হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বিক্ষোভকারীরা। পাশাপাশি একটি মসজিদেও আগুন দিয়েছে তারা। এসময় বিক্ষোভকারীদের হাতে দেখা যায় ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা।
রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে জানায়, তেহরানের মেয়র আলিরেজা জাকানি বলেছেন, ‘একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, দুটি চিকিৎসা কেন্দ্র এবং ২৬টি ব্যাংক লুট করা হয়েছে, মসজিদে আগুন লাগানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর পোস্ট এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস মিলিশিয়ার সদর দপ্তর বাসিজে আক্রমণ করা হয়েছে। রাজধানীতে ক্ষয়ক্ষতি মেরামত করার জন্য কাজ চলছে।
তিনি জানান, বিক্ষোভকারীরা ১০ সরকারি ভবন, ৪৮টি ফায়ার ট্রাক, ৪২টি বাস এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি ২৪টি অ্যাপার্টমেন্টের ক্ষতি করেছে।











