ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিয়োগপ্রাপ্ত এক কূটনীতিক ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। তিনি সেখানে অবস্থিত আফগান দূতাবাসের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। কাবুলে ইমারাতে ইসলামিয়ার ক্ষমতা গ্রহণের প্রায় পাঁচ বছর পর এই ঘটনাকে ভারত–আফগানিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় দৈনিক দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা নূর আহমদ নূর ইতোমধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তিনি আফগান মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২০২৫ সালের অক্টোবরে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফর। ওই সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের সময় উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছিল, বর্তমান পদক্ষেপটি তারই ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অগ্রগতিকে ভারত ও আফগানিস্তানের বর্তমান শাসকদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, এর মাধ্যমে ইমারাতে ইসলামিয়া সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে, এমনটি বোঝানো হচ্ছে না।
এ বিষয়ে এখন পর্যন্ত ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করেনি।
সূত্র: আরিয়ানা নিউজ











