বরগুনা থেকে করোনার ভ্যাকসিন ফেরত পাঠানোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় বরগুনা স্বাস্থ্য বিভাগ থেকে তিন হাজার ১০০ ডোজ টিকা বরিশালে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে ফেরত পাঠানো হয়েছে
২৯ জানুয়ারি বরগুনা জেলার জন্য বরাদ্দকৃত ২৪ হাজার ডোজ টিকা গ্রহণ করা হয়। আজ পর্যন্ত ২৮ হাজার ১০ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে ১৭ হাজার ৬ শত ১৬ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন।
কোভিড ভ্যাকসিন ফেরত পাঠানোর কথা স্বীকার করে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশেই যে পরিমাণ ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণ হবার সম্ভবনা রয়েছে, তা বিভাগীয় পর্যায়ে পাঠিয়ে দেয়া হয়েছে। আর এটা শুধু বরগুনায়ই নয়, অনেক জায়গা থেকেই এভাবে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।