শনিবার, মে ১০, ২০২৫

পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

spot_imgspot_img

পাকিস্তানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শনিবার (১০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।

এ কমিটিতে জয়েন্ট চীফ অফ স্টাফ, তিন বাহিনীর প্রধান, স্ট্রাটেজিক প্ল্যানস ডিভিশনের (এসপিডি) ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন।

এসপিডি পাকিস্তানের পারমানবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img