শনিবার, মে ১০, ২০২৫

ভারত যদি থামে, তাহলে আমরাও থামব : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

ভারত যদি উত্তেজনাকর পদক্ষেপ বন্ধ করে, তাহলে পাকিস্তানও সামরিক প্রতিক্রিয়া থেকে সরে আসবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (১০ মে) এক স্থানীয় টেলিভিশন স্টেশনের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ও একে অপরের বিরুদ্ধে অভিযানের অভিযোগের প্রেক্ষাপটে ইসহাক দারের এই বক্তব্য আসে। তিনি বলেন, “যদি সামান্যতম বিচক্ষণতা থাকে, তাহলে ভারতও থামবে, এবং যদি তারা থামে, তাহলে আমরাও থামব।”

তিনি আরও বলেন, “আমরা সত্যিকার অর্থে কোনো একটি দেশের আধিপত্য ছাড়াই শান্তি চাই।”

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-৭।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ভারত-পাকিস্তানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ শুরুর জন্য সহায়তার প্রস্তাব দেন।

সূত্র: সিএনএন, রয়টার্স

সর্বশেষ

spot_img
spot_img
spot_img