শনিবার, মে ১০, ২০২৫

ইসলামাবাদের সব হাসপাতালে হাই অ্যালার্ট জারি, জরুরি প্রস্তুতি জোরদার

spot_imgspot_img

সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সব হাসপাতালে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমন।

তিনি জানান, সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় শহরের ১৯টি হাসপাতালে অতিরিক্ত ২,৩৮৯টি বেড বরাদ্দ করা হয়েছে। একইসাথে সব হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, রক্ত এবং অক্সিজেন সরবরাহের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি, নাগরিকদের জন্য ৪৬টি শেল্টার হাউজ স্থাপন করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। এছাড়া, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিতে ৪৪৬ জন স্বেচ্ছাসেবককে নিয়োজিত করেছে সিভিল ডিফেন্স বিভাগ।

ইরফান মেমন আরও জানান, শহরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার অংশ হিসেবে ৪৮টি বহুতল ভবনে জরুরি সাইরেন স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে এই পদক্ষেপগুলোকে পূর্বপ্রস্তুতিমূলক ও নাগরিক সুরক্ষার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র : জিয়ো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img