ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
শনিবার (১০ মে) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।’