শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

ভারতে পালানোর সময় নিষিদ্ধ আ’লীগের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভারতে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে।

আজ মঙ্গলবার (১০ জুন) সকালে স্ত্রীসহ ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। জুলাই-আগস্টে আন্দোলনকে ঘিরে ঢাকার যাত্রাবাড়ী ও গোপালগঞ্জে দায়ের হওয়া হত্যা মামলায় আসামি তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মোল্লা সমকালকে জানান, মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশে সকালে শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। কিন্তু তার পাসপোর্টটি লক থাকায় খোঁজ নিয়ে জানা যায় তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। ফলে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ থানায় মামলা থাকায় সেখানেও খবর দেওয়া হয়েছে।

আটক আওয়ামী লীগ নেতা আজম জানান, তিনি ও তার স্ত্রী দুজনই অসুস্থ। চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img