রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এটাই সরকারের প্রতিশ্রুতি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে-এটি শহীদদের প্রতি সরকারের প্রতিশ্রুতি। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সরকারের প্রস্তুতি বাড়ছে। পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।

আজ রোবিবার (১০ আগস্ট) দুপুরে সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণ হোক। জুলাই বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা আমরা ভুলিনি। শহীদদের স্মরণে আমাদের অঙ্গীকার-দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমরা আলোচনা করেছি। আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। উচ্চপর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তাকর্মীদের বডি ক্যামেরা ব্যবহার করতে হবে, যাতে কেন্দ্রের অবস্থা সরাসরি মনিটরিং করা যায়।

সরকারি কর্মকর্তাদের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, যারা জনগণের অধিকার খর্ব করে ফ্যাসিবাদী শক্তিকে শক্তিশালী করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেবল প্রমাণিত অভিযোগযুক্ত ব্যক্তিদেই শাস্তি দেওয়া হবে।

শহীদদের স্মরণে প্রেস সচিব আরও বলেন, শহীদ শাকিল ও আহনাফের আত্মার শান্তি কামনা করি। তারা আমাদের যে পথ দেখিয়েছেন, তা থেকে বিচ্যুত হব না। তাদের স্বপ্ন ছিল-ভোটচুরি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা তা বাস্তবায়ন করব।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img