বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গোলাপবাগ মাঠসহ আশেপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। মাঠে যায়গা না হওয়ায় রাস্তা ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া নেতাকর্মীরা ইতোমধ্যে রাজপথ দখল করে বসে পড়েছে।
ছাত্রদলের শাহলী থানার নেতা মুহাম্মাদ ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশের মানুষের ওপর যে দমন-পীড়ন চলছে, সে দমন-পীড়ন রুখে দিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই সরকারের দমন-পীড়ন রুখে দেব।
একই কথা জানান যুবদলের কর্মী হুমায়ুন আহমেদ। তিনি বলেন, আজ এখানে লাখো মানুষের জমায়েত হয়েছে। এ জমায়েত বলে দেয় এবারের জয় আমাদের হবে। বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাসের সময় আইনশৃঙ্খলা বাহিনীকেও মাঠের বাইরে টহল দিতে দেখা যায়।