রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে গণভোটে অংশ নিতে হবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কারও মুখের দিকে না তাকিয়ে দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, ‘গণভোটের মার্কা টিক চিহ্ন, গণভোটের মার্কা “হ্যাঁ”।’

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত ‘গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি আপনি হ্যা বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে। অতীতে যে সকল গণভোট হয়েছে, তাতে আগে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং পরে সম্মতি চাওয়া হয়েছে। এবার আগে সম্মতি চাওয়া হচ্ছে এবং পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। আগে আপনি, তারপর আপনার প্রতিনিধি, আপনাকে ছাড়া আপনার প্রতিনিধি নয়।

ইমাম সম্মেলনে আলী রীয়াজ আরও বলেন, আপনাদের রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস, ভিন্ন দল থাকবে, সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাদা রংয়ের ব্যালট। আর গোলাপী রঙের ব্যালটটি হচ্ছে গণভোটের। বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে চাবির মত করে তুলে দেয়া হচ্ছে। এই চাবি দিয়ে দরজা খুলুন, দরজার খোলার পর ভবিষ্যতে দলমত ধর্মবিশ্বাস সমস্ত কিছুকে নিজেদের মত রেখে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করি যার প্রতিশ্রুতি করেছিলাম ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের। আসুন আমরা সকলে মিলে সেই চেষ্টায় শামিল হই। আসুন একবার সকলে মিলে বলি, ‘এ রাষ্ট্রের মালিক আমরা (জনগণ), আমরা এর ভবিষ্যৎ ঠিক করে দেব’। এইটাই সুযোগ, এই সুযোগ প্রতিদিন আসবে না।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে ইসলামী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ