গত বছর এই দিনেই (১১ মার্চ) করোনাভাইরাসকে ঘোষণা করা হয় বৈশ্বিক মহামারী হিসেবে। সেই সাথে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। সেই অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণার ঠিক এক বছর পূর্ণ হলো আজ।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এতে মোট প্রাণহানি ২৬ লাখ ৩১ হাজারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।