সৌদি আরবের কালিমাখচিত বর্তমান পতাকার প্রথম ডিজাইন ও অঙ্কনকারী বিখ্যাত ক্যালিগ্রাফার সালিহ আল-মানসুফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পতাকার মধ্যে যে কালিমা লেখা আছে, প্রায় ৫০ বছর আগে সেটির লেখার ধরন পরিবর্তন করেছিলেন সালিহ আল-মানসুফ। এছাড়া পতাকার নিচে যে তরবারি রয়েছে সেটির আকার ও ধরন পরিবর্তন করেছিলেন তিনি।
১৯৬০ সালের শুরুর দিকে প্রিন্টিংয়ের যন্ত্রাংশ এবং প্রযুক্তি উন্নত ছিল না। তখন হাতে সৌদি আরবের পতাকার ওপর কালিমা এবং তরবারি অঙ্কন করা হতো। আল-মানসুফ প্রথম সৌদি ক্যালিগ্রাফার ছিলেন, যিনি হাতে সৌদির পতাকার ওপর কালিমা লিখেছিলেন।এছাড়া ইমাম মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও লিখতেন তিনি। তাঁর হাতে লেখা সার্টিফিকেট পেয়েছে বিশ্ববিদ্যালয়টির কয়েক প্রজন্মের শিক্ষার্থী।