ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে তুরস্ক ও ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ইস্যুতে গভীর আলোচনা হয়েছে।
রবিবার (মার্চ ৯) ওআইসির সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ওআইসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক সহকারি মহাপরিচালক তারিগ আলী বাখিত। তুরস্কের পক্ষ থেকে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সিহাদ এরগিনে।
ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ওআইসি রেজুলেশন অনুযায়ী আফগানিস্তানের সমস্যা সমাধানের পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন উভয়েই।
বিবৃতিতে, আফগান জনগণকে সহযোগিতার জন্য তালেবান সরকারের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখার উপর জোর দিয়েছে ওআইসি। সেই সঙ্গে আফগান অফিশিয়ালদের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ওআইসি ও তুরস্কের এই উদ্যোগ আফগান জনগণের সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: আরটিএ











