সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

ভারতে আবিষ্কৃত করোনার ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতে ক্রমশ করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ করোনার এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে দ্রুত। আর সেটাই আশঙ্কার কারণ।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে গত বছর অক্টোবর মাসে করোনার এই ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়। এই ভ্যারিয়েন্টের নাম বি.১.৬১৭। আসল ভাইরাস থেকে এটি অনেক দ্রুত অন্যের শরীরে ছড়িয়ে পড়েছে। তবে টিকাকরণের কারণে সম্ভবত কিছুটা সুরক্ষা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিছুটা ভাইরাস প্রতিরোধ করতে পারছে ভ্যাকসিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী মারিয়া ভ্যান কেরকোভ বলেন, বি.১.৬১৭ যে দ্রুত ছড়িয়ে পড়ছে তার কিছু তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অধ্যয়নের দিকে ইঙ্গিত করে তিনি এও বলেছেন, কিছু ক্ষেত্রে এই সংক্রমণ খানিকটা হলেও হ্রাস পেয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার।

মঙ্গলবার (১১ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সাপ্তাহিক মহামারী বিষয়ক তথ্য প্রকাশের সময় এই সংক্রান্ত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে তা-ই মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন্তার কারণ। সমগ্র বিশ্বের ক্ষেত্রেও এটি চিন্তার বিষয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img