শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

অবিলম্বে দেশের সকল কওমি মাদরাসা খুলে দিন: মাওলানা নুরুল হুদা ফয়েজী

দেশের সকল কওমি মাদরাসা অবিলম্বে খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী।

শুক্রবার (১১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি আহ্বান জানান।

তিনি বলেন, করোনার অজুহাতে দেশের কওমী মাদরাসাগুলো বন্ধ থাকার কারণে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সবাই চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের প্রায় প্রতিটি কওমি মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং রয়েছে। এসব বোর্ডিং-এ লাখ লাখ এতিম, গরীব, অসহায় ও অনাথ শিক্ষার্থীদের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, করোনার অজুহাতে মাদরাসাগুলোর পাশাপাশি মাদরাসা সংশ্লিষ্ট এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিংগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে দরিদ্র অসহায় ছাত্র-ছাত্রীরা। অতএব, মানবিক কারণে মাদরাসাগুলোর লিল্লাহ বোর্ডিং খুলে না দিলে উদ্ভূত সামাজিক বিপর্যয় এবং অমানবিক পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img