শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা

গাজ্জায় গণহত্যা বন্ধের জন্য বিশ্বজুড়ে আন্দোলন চলার মধ্যেই ইসরাইলকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাংকও থাকছে।

ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৩৮০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।

সম্প্রতি পুরো গাজ্জা দখলের পরিকল্প করেছে ইসরাইল। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এ অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img

এই বিভাগের

spot_img