রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়া সফরের তৃতীয় দিন তাকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।

গতকাল রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের তৃতীয় দিন ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং নেগেরি সেমবিলন প্রদেশের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কেবাংসান বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবেন। এরপর প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তব্য দেবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীমের আমন্ত্রণে তিন দিনের সফরে আজ সোমবার মালয়েশিয়ায় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img