রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

স্বাধীন জীবনের সন্ধানে ইসরাইলের কারাগার থেকে পালানো দুই ফিলিস্তিনী আটক

স্বাধীন জীবনের সন্ধানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জেনিন শহরের কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো ছয় ফিলিস্তিনী বন্দির মধ্যে দুজনকে আটক করেছে তেল আবিব।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

জানা যায়, শুক্রবার স্থানীয় সময় নাজরাথ শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরি। তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ‘ইসলামি জিহাদ’র সদস্য।

গত দুই দশকের মধ্যে এই প্রথম ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কোনো কারাগার থেকে ফিলিস্তিনী বন্দিদের পালানোর মতো বড় ঘটনা ঘটল।

এটিকে কারাগারের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা বলছে ইসরায়েলের গণমাধ্যম। এমনকি যে সুড়ঙ্গ ব্যবহার করে বন্দিরা পালিয়েছেন, সেটির কাছের একটি পর্যবেক্ষণ টাওয়ারে থাকা ইসরাইলের নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img