মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় নিরাপদ আশ্রয়ে হামলা চালিয়ে ৪০ জনকে শহীদ করল ইসরাইল; নিন্দা জানিয়েছে জাতিসংঘ

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার নারী ও শিশুদের জন্য ঘোষণাকৃত ‘নিরাপদ স্থানে’ মারাত্মক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব এন্তেনিও গুতেরেস।

প্রসঙ্গত, মঙ্গলবার দক্ষিণ গাজ্জায় চালানো এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এই এলাকাটিকে ইতিপূর্বে একটি ‘মানবিক নিরাপদ স্থান’ হিসেবে উল্লেখ করেছিল দখলদার বাহিনী।

সাংবাদিকদের সাথে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ” গাজ্জায় অব্যাহত হামলার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন মহাসচিব। আজকে খান ইউনিসে পূর্ব ঘোষিত নিরাপদ এলাকায় বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ