আমেরিকায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদী বলেছেন, আমেরিকা যদি ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করে, তখনই ইসরাইল থামতে পারে।
জিও নিউজের অনুষ্ঠান জিও পাকিস্তান-এ কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। তাহলে কীভাবে সম্ভব যে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটির কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকবে না।
মালিহা লোদী বলেন, কাতারে ইসরাইলি হামলার বিশ্বব্যাপী নিন্দা হচ্ছে। এমন হামলার মাধ্যমে ইসরাইল একাকী হয়ে পড়ে, কিন্তু আমেরিকার সমর্থনেই এ কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইসরাইল এখন পর্যন্ত সাতটি রাষ্ট্রে হামলা চালিয়েছে। পুরো বিশ্ব নিন্দা করা ছাড়া কিছুই করেনি। ওআইসি কি শুধু কিছু শব্দ উচ্চারণ ছাড়া আর কিছু করেছে? নিন্দার বাইরে আর কী করা হয়েছে! নিরাপত্তা পরিষদ সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে।
মালিহা লোদী বলেন, ইসরাইল ও তার সরকার শান্তির প্রতি কোনো মনোযোগ দিচ্ছে না। যুদ্ধবিরতির প্রতিও ইসরাইলের কোনো মনোযোগ নেই।
সূত্র : ডেইলি জঙ্গ