আরব দেশগুলোকে ইসরাইলের পক্ষ নিয়ে প্রতিরোধ যোদ্ধাদের পিঠে খঞ্জর না বসানোর আহ্বান জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়ে প্রতিরোধ যোদ্ধাদের পিঠে খঞ্জর না বসানোর আহ্বান জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বুধবার লেবাননের চ্যানেলগুলোতে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের একটি ভিডিও প্রচারিত হয়। যেখানে তিনি আরব দেশগুলোকে এই আহ্বান জানিয়ে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তাদের সমর্থন আরো বাড়াতে বলেন।
অপরদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এমন বক্তব্য আসার পর আমেরিকা তাদের বিরুদ্ধে লেবাননের সেনাবাহিনীকে এক কোটি ৪২ লক্ষ মার্কিন ডলারের অর্থ সহায়তার ঘোষণা দেয়।
সেনা সদরদপ্তর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্রভাণ্ডার ও সামরিক অবকাঠামো ধ্বংস করতে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের সামরিক বাহিনীকে (এলএএফ) এক কোটি ৪২ লক্ষ মার্কিন ডলারের অর্থ সহায়তা করবে।
টহল পরিচালনা, মারাত্মক বিস্ফোরক ইউএক্সও সহ হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারের নিরাপদ অপসারণ ও সামরিক অবকাঠামো ধ্বংস নিশ্চিত করতে পেন্টাগন এলএএফকে ক্ষমতা প্রদান করবে। ২০২৪ এর নভেম্বরে লেবানন ও ইসরাইলের মধ্যকার সংঘাত ও শত্রুতা বন্ধের লক্ষ্যে যে চুক্তি সাক্ষরিত হয়েছিলো, তার আওতায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এটি উক্ত অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের লড়াইয়ের অগ্রাধিকার নীতির অংশ বলেও উল্লেখ করা হয়।