বুধবার, মে ১৪, ২০২৫

মুসলিমদের সংস্কৃতি হওয়ায় সচিবালয়ের গম্বুজ ভেঙে ফেলার হুমকি বিজেপি নেতার

spot_imgspot_img

ভারতের তেলেঙ্গানার উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-এর সভাপতি সঞ্জয় কুমার হুমকি দিয়ে বলেছেন, বিজেপি যদি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে নতুন রাজ্য সচিবালয় ভবনের গম্বুজগুলি ভেঙে ফেলবে কারণ এই গম্বুজগুলি নিজামদের সংস্কৃতিকে ধারণ করে।

উগ্র হিন্দুত্ববাদী এ নেতা কুকাটপল্লীতে ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন।

মিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি এই সচিবালয়ের প্রশংসা করলে এ উগ্র হিন্দুত্ববাদী সভাপতি বানোয়াট একটি দাবি করে বলেন, মুখ্যমন্ত্রী মিম প্রধানকে খুশি করার জন্য সচিবালয়কে তাজমহলের মতো একটি সমাধিতে পরিণত করেছেন।

এমনকি রাস্তার পাশে অবস্থিত মসজিদগুলো ভেঙে ফেলার ব্যাপারেও খোলা চ্যালেঞ্জ ছুড়েছেন এ উগ্র হিন্দুত্ববাদী নেতা।

তার এসব মন্তব্যের জেরে ‘ভারত রাষ্ট্র সমিতির’ পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির এ উগ্র হিন্দুত্ববাদী সভাপতির প্রথমে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখা উচিত। কর্নাটকের বিধান সৌধ, নর্থ অ্যান্ড সাউথ ব্লক, নিউ দিল্লির রাইসিনা হিল সবগুলোতেই গম্বুজ রয়েছে। এর মানে কি মোদী সরকার সবগুলোই এভাবে ভেঙে দেবে।

সূত্র: পিও

সর্বশেষ

spot_img
spot_img
spot_img