রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

সৌদি ও ইরানের কূটনৈতিক সম্পর্ককে স্বাগত জানিয়েছে আরব দেশগুলো

দীর্ঘ ৭ বছর পর ইরান ও সৌদি আরব পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। এ বিষয়টিকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আশা করা যাচ্ছে, চুক্তিটি এ অঞ্চলের উত্তেজনা কমাতে সাহায্য করবে। পাশাপাশি আরবদের জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে।

ইরাক জানিয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে একটি নতুন পৃষ্ঠা খোলা হয়েছে।

এই চুক্তিকে স্বাগত জানিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বলেন, এটি সবার জন্য একটি বিজয়ের মতো। যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা অর্জনে সাহায্য করবে। আমরা আশা করি, চুক্তিটি সবার জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

এক টেলিফোন বার্তায় কাতারের প্রধানমন্ত্রী এ চুক্তিটির জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানান।

এছাড়াও স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

উল্লেখ্য, শুক্রবার সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হয় দেশ দুটি। এতে মধ্যস্থতা করেছে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img