সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আমেরিকা যেসব শর্ত মেনে নিলে ইসরাইলকে স্বীকৃতি দিতে রাজী সৌদি আরব!

মার্কিন যুক্তরাষ্ট্র কিছু শর্ত মেনে নিলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন বা স্বীকৃতি দিতে রাজী সৌদি আরব। শর্তগুলো মধ্যে কয়েকটি হচ্ছে নিরাপত্তা, পারমাণবিক সহায়তা ও অস্ত্র বিক্রি সম্পর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।

শনিবার (১১ মার্চ) নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা, বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা ও অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে দেয় তাহলে তারা ইসরায়েলের সাথে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিক করবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর ইসরাইলপন্থী ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একটি প্রতিনিধি দল রিয়াদ সফর করে। এ সফরে সৌদির সিনিয়র কর্মকর্তারা ওয়াশিংটনকে এসব শর্তাবলী জানান।

যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা সৌদি আরব কোন মন্তব্য করেনি।

মার্কিন বিশ্লেষকরা মনে করেন, বাইডেন প্রশাসন যদি এসব দাবি-দাওয়া পূরণ করার ইচ্ছা প্রকাশ করে তাহলে মার্কিন কংগ্রেসে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারন অনেক সদস্য বিশেষ করে ডেমোক্র্যাটরা সৌদি আরবের সাথে বিশেষ সম্পর্কের বিরোধিতা প্রকাশ করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img