মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

তাপপ্রবাহ বৃদ্ধির এ ধারা ১৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে

সারা দেশের তাপমাত্রা ১৬ এপ্রিল পর্যন্ত একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, ১৭ এপ্রিল বৃষ্টি হতে পারে দুই-এক জায়গায়।

বুধবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ এপ্রিল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে। ১৭ এপ্রিল দুই-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে এটি তাপমাত্রার ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে ২৪ এপ্রিল দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কমে আসতে পারে তাপমাত্রা।

গত কয়েক দিন ধরে সারা দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়েছে উঠেছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img