বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

যুদ্ধ কোনো বলিউড মুভি নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

ভারতের যেসব নাগরিক সাম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে সমালোচনা করছেন, তাদেরকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ও অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ নারাভানে।

তিনি বলেন, যুদ্ধ কোনো রোমান্টিক ব্যাপার নয় এবং এটি বলিউডের ফিল্মের মতো উপভোগ্যও নয় বলে মন্তব্য করেছেন

সোমবার (১২ মে) পুনে জেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

মনোজ নারাভানে বলেন, সীমান্ত এলাকায় বসবাসরকারী লোকজন সারাক্ষণ একধরনের ট্রমা বা ভীতিতে ভোগেন। কারণ যুদ্ধের কারণে স্বজণের মৃত্যু এবং আশ্রয়হীন হয়ে যাওয়া তারা জন্ম থেকেই দেখে আসছেন।

তিনি বলেন, যুদ্ধে যারা স্বজন হারান, তাদের সেই বেদনা, ভীতি পরবর্তী প্রজন্ম পর্যন্ত স্থায়ী হয়। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিএসটিডি বলে একটি মনোবিজ্ঞানে একটি টার্ম প্রচলিত আছে; যারা কোনো ভয়াবহ বা নিষ্ঠুর ঘটনা প্রত্যক্ষ করেন, তারা পিএসটিডিতে আক্রান্ত হন এবং ২০ বছর পর্যন্ত তাদের মধ্যে এই ট্রমা থেকে যায়। পিএসটিডিতে আক্রান্তদের মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

তিনি আরও বলেন, যে সরকারের নির্দেশ পেলে এখনও তিনি যুদ্ধে যেতে প্রস্তুত, তবে ব্যক্তিগতভাবে তিনি সবসময় কূটনীতিকে তার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করেন।

ভারতের এই সাবেক সেনাপ্রধান বলেন, যুদ্ধ রোমান্টিক কোনো ব্যাপার নয়, আপনাদের বলিউডের মুভিও নয়। এটা খুবই গুরুতর একটি ব্যাপার। শেষ পন্থা হিসেবে যুদ্ধ বা সহিংসতা বেছে নেওয়া উচিত সেই সময়ে, যখন যাবতীয় কূটনীতি ব্যর্থ হয়। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে এখন যুদ্ধের সময় নয়। যদিও কিছু নির্বোধ মানুষ আমাদের ওপর জোর করে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, কিন্তু এজন্য আমাদের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, এখনও অনেকে প্রশ্ন করছেন যে কেন আমরা পূর্ণাঙ্গ যুদ্ধে গেলাম না। একজন সৈনিক হিসেবে, যদি আমার কাছে নির্দেশ আসে— তাহলে আমি যুদ্ধে যাব। কিন্তু আমার কাছে সেটি প্রথম পছন্দ হবে না। আমার প্রথম পছন্দ হবে কূটনীতি, অর্থাৎ আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা। এটি শুধু দুই বা একাধিক দেশের মধ্যে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও এর চর্চা থাকা উচিত। সহিংসতা কোনো সমাধান হতে পারে না।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img