সৌদি আরব ও মার্কিন আমেরিকার বিমান বাহিনীর মধ্যে একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১১ জুন) সৌদি আরবের উত্তর-পশ্চিমে অবস্থিত কিং ফয়সাল বিমান ঘাঁটিতে এ মহড়া অনুষ্ঠিত হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিং ফয়সাল বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য হল এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা।
এ মহড়ায় এফ- ওয়ানফাইভএসই যুদ্ধবিমান ও আমেরিকার বি-১ ল্যান্সার বোমারু বিমান অংশ নেয়। এছাড়াও ফায়ারিং রেঞ্জে কৃত্রিম লক্ষ্যগুলি ধ্বংস করতে গোলাবারুদ ব্যবহার করা হয়।
উল্লেখ্য; গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলো সৌদি আরবে অনুষ্ঠিত ‘ঈগল রেজলভ ২৩’ যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর