পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান-ভারতের মধ্যে সামরিক পর্যায়ের যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবে সাম্প্রতিক সংঘর্ষের ফল মেনে নিতে হিমশিম খাচ্ছে ভারতের রাজনৈতিক নেতৃত্ব।
শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে আসিয়ান ফোরামের ফাঁকে পাকিস্তান হাইকমিশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসহাক দার বলেন, পাকিস্তান-ভারত সামরিক যুদ্ধবিরতি ঠিকমতো চলছে, কিন্তু ভারতের রাজনৈতিক নেতৃত্ব তা মেনে নিতে পারছে না।
তিনি বলেন, যুদ্ধ শুরু করেছিল ভারত, আর শেষ করেছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে। সকাল ৮টা ১৫ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করে জানিয়েছিলেন যে, ভারত যুদ্ধবিরতি চায়।
তিনি আরও বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান অপারেশন বুনয়ানুম মারসুস নামে বড় পরিসরের সামরিক অভিযান চালিয়ে একাধিক ভারতীয় সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।
ইসহাক দার বলেন, এ সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান, যার মধ্যে চারটি রাফাল জেট রয়েছে, ভূপাতিত করেছে।