শনিবার | ১২ জুলাই | ২০২৫

প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে ধর্ষকের বিচার করল ইরান

spot_imgspot_img

ধর্ষণের শিকার এক তরুণীর পরিবারের দাবিতে ইরানে এক ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই ধর্ষক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আদালতবিষয়ক সংবাদমাধ্যম মিজান অনলাইন।

মিজান অনলাইন জানায়, ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ওই তরুণীর পরিবার উত্তরপূর্বাঞ্চলের শহর বুকানের বাসিন্দা। তারা পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং তারাই ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর অনুরোধ করেছিল। পরবর্তীতে আদালত তাদের অনুরোধ গ্রহণ করে।

ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি সংবাদমাধ্যম মিজানকে বলেছেন, সাধারণ মানুষের মামলাটির প্রতি নজর থাকায়, এটিতে বিশেষ নজর দেওয়া হয়েছিল।

গত মার্চে ওই ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত। এরপর ইরানের সর্বোচ্চ আদালত দণ্ড বহাল রাখলে তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়। ইরানে সাধারণত ফাঁসিতে ঝুলিয়ে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশেষ করে যেসব ঘটনা বেশি আলোচিত হয় সেগুলোর দণ্ড সবার সামনে কার্যকর হয়। ইরানে ধর্ষণ এবং হত্যা মৃত্যদণ্ডযোগ্য অপরাধ। বিশ্বে চীনের পর ইরানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র: এএফপি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img