শনিবার | ১২ জুলাই | ২০২৫

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল

spot_imgspot_img

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায় ইসরাইলী বাহিনী।

জানা গেছে, এ হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

ইসরাইলী বাহিনী দাবি করেছে, গাজার প্রতিরোধ আন্দোলন হামাস-এর রকেট তৈরীর কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরাইলি বাহিনী বরাবরের মতো দাবি করেছে, গাজা থেকে দুটি রকেট ছোঁড়ার পর তারা বিমান হামলা চালায়।

গত কয়েকদিন ধরে ইসরাইলি বাহিনী গাজার ওপর দফায় দফা বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যাওয়ার পর এ হামলা শুরু করেছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img