সোমবার | ১০ নভেম্বর | ২০২৫

নেত্রকোণায় বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মজনু মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার গন্ডা বাজারের পাশের সড়ক থেকে রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার দিবগত রাতে ওই নারীর মা কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, কিছুদিন আগে ওই বাকপ্রতিবন্ধী নারী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার তাকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এজাহারভুক্ত আসামি মজনু। এ সময় বাকপ্রতিবন্ধী ওই নারীর গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক মজনু পালিয়ে যান।

নেত্রকোণা সদর হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান ওসি।

সূত্র: ইউএনবি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img