বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

গাজীপুরে ৩ বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুরে এক রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে।

ভোর ৪টার দিকে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রত পালিয়ে যায়।

এদিকে ভোর ৫ টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে।

গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন।

ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে বাসের পাশে থামে এবং মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img