কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বাঁশের লাঠি, পতাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ মিছিল শেষে জুলাই ঐক্যের নেতারা বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নিষিদ্ধ থাকা সত্ত্বেও নাশকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয়, নির্বাচন হবে কেবল জুলাই সনদের ভিত্তিতে। সরকারের সমালোচনা করে তারা আরও বলেন, দৃশ্যমান বিচার ও জুলাই সনদ ঘোষণা না হওয়ায় জনগণের ক্ষোভ বাড়ছে।
এসময় বিক্ষোভ মিছিল থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এর আগে, সায়েন্সল্যাব মোড় থেকে হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচারের দাবিতে লাঠি মিছিল বের করে সংগঠনটি। এসময় অনেকের হাতে থাকে জাতীয় পতাকা। মিছিলটি শাহবাগ মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।









