শনিবার, মে ১০, ২০২৫

‘করোনা চিকিৎসায় বিলের নামে ডাকাতি করছে বেসরকারি হাসপাতাল’

spot_imgspot_img

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা চিকিৎসায় বিলের নামে বেসরকারি অনেক হাসপাতাল ‘ডাকাতি করছে। এক হাজার লিটার অক্সিজেনের দাম ৭০ টাকা হলেও কোনো কোনো হাসপাতাল ১৫-২০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। বিভিন্ন পরীক্ষার নামে প্রতারণা চলছে।

শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক বিতর্ক প্রতিযোগিতা শেষে তিনি এসব বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, পরীক্ষার নামে ডাক্তাররা কমিশন নিয়ে থাকেন। এর জন্য ৪২০ ধারায় মামলা হতে পারে। চিকিৎসার নামে যা চলছে তা কোনোভাবে কাম্য নয়। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে করোনার ভ্যাকসিন কেনার যে চুক্তি করা হয়েছে তা যদি সরকারি নিজস্ব ওষুধ কোম্পানির মাধ্যমে করা হতো তাহলে প্রতি ভ্যাকসিনে ২ ডলার আরো খরচ কম হতো। গণস্বাস্থ্য সর্বপ্রথম করোনা চিকিৎসায় এন্টিজেন টেস্ট প্রবর্তনের চেষ্টা করেছিল। সরকারের অনুমতির অভাবে সেটা বাস্তবায়ন হয়নি। গ্লোব বায়োটেকের টিকাও প্রমেজিং, সরকারের এই টিকাকে প্রমোট করা প্রয়োজন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img