আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা “আলজেরিয়ান নিউজ এজেন্সির” ওয়েবসাইটটি সম্প্রতি কয়েক ঘন্টা ধরে গুরুতর সাইবার আক্রমণের শিকার হয়েছিল।
আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের মতে হ্যাকাররা এই সাইটে প্রবেশের চেষ্টা করার কারণেই মূলত এই সমস্যাটি হয়েছিল।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) আলজেরিয়ার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মরক্কো ও ইসরাইলকে এ সাইবার আক্রমণের জন্য অভিযুক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “ইসরাইল, মরক্কো ও ইউরোপের কিছু অঞ্চল এই সাইবার হামলার পিছনে দায়ী।”
বিবৃতিতে আরো বলা হয়, “এ সাইবার আক্রমণগুলি প্রধানত আলজেরিয়ার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধেরই একটি অংশ।”
উল্লেখ্য; আলজেরিয়ার এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মরক্কো থেকে কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি। যদিও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে সাইবার হামলার অভিযোগ নতুন নয়। গত বছরের ডিসেম্বরে মরক্কো তার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার আক্রমণের জন্য আলজেরিয়াকে দায়ী করেছিল।
সূত্র: মিডিল ইস্ট মনিটর