বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশে সরকার কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী

spot_imgspot_img

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হবে। তাই প্রতিটি শিশুর বিকাশে সরকার কাজ করছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারে (বালিকা) পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নিবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুহাম্মাদ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ জাহাঙ্গীর আলম।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সরকার অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেসব কর্মকাণ্ড পরিচালনা করছেন, তা সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিশু পরিবারের নিবাসীরা আগামী দিনে সুনাগরিক হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। সবাই মিলে এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img