বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ওমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা

সম্প্রতি ওমান সফরে যান ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি। সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি সঙ্গে বৈঠক করেন তিনি।

এই বৈঠক শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দুই দেশের মধ্যকার সম্পর্কের মধ্যে নতুন দিগন্তের সূচনা করেছে। দুই দেশ পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও সুসংহত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা করেছেন তারা। বিশেষ করে আফগান পণ্য ওমানে রপ্তানি, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা মতবিনিময় করেছেন।

রবিবার (১০ মার্চ) ওমানের রাজধানী মাস্কটে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে। বিশেষ করে, আফগানিস্তানের পণ্য সরাসরি ওমানে পাঠানোর সুযোগ তৈরি ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

প্রসঙ্গত, আফগানিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ ওমান। এই সম্পর্ক আরও গভীর হলে আফগানিস্তান আরব বিশ্ব, ইসলামী দেশসমূহ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারবে।

আফগান অর্থনীতিবিদ মুহাম্মাদ করিম আজিমি বলেন, বর্তমানে আমাদের অনেক পণ্য অন্যান্য দেশের মাধ্যমে আরব বাজারে পৌঁছায়। ওমানের সঙ্গে সরাসরি বাণিজ্য হলে আমাদের রপ্তানি অনেক বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ওমান আরব বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। দেশটি আফগানিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সূত্র: তোলো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img