বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতিসংঘের সমস্ত বিধান উপেক্ষা করে আমেরিকার মদদে ইসরাইল, ফিলিস্তিতে বর্বরোচিত হামলা চালাচ্ছে।
জাতিসংঘের দায়িত্ব নিয়োজিতদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি জাতিসংঘের বিধান বাস্তবায়ন করতে না পারেন, তবে স্বেচ্ছায় পদত্যাগ করুন।
শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা কর্মসূচিতে জামায়াতে ইসলামীর যোগদান পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের জেরুজালেমের উপর আঘাত মুসলিম উম্মাহ সহ্য করেত পারে না। মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা, জেরুজালেমে লক্ষ-লক্ষ নবী-রাসূলের স্মৃতি বিজাড়িত। এই স্মৃতি মুছে দিয়ে ইহুদীরা ফিলিস্তিন দখল করতে যাচ্ছে। অথচ ফিলিস্তিনের দয়ায় ইসরাইল সৃষ্টি হয়েছে।
ফিলিস্তিনের প্রতি জামায়াতে ইসলামীর পূর্ন সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনের বিজয়ের মধ্য দিয়ে বিশ্বে ইসলামের বিজয় হবে। এই বিজয় নিশ্চিত করতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইহুদীবাদী ইসরাইল ও তার দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি বিশ্ব ব্যাপী ইসরাইলের পণ্য বয়কটের আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।