কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হওয়া আবু সাঈদ হত্যার সাথে ড. মুহাম্মদ ইউনূস জড়িত বলে দাবি করেছেন পলাতক বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা।
তিনি বলেন, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস জড়িত।
রোববার (১৩ এপ্রিল) রাতে বাংলা নববর্ষের আগের দিন প্রকাশিত ভিডিও বার্তায় পলাতক হাসিনা এ দাবি করেন।
হাসিনা বলেন, পুলিশ তাকে গুলি করেনি, বরং পুলিশের দিকে ছোড়া আন্দোলনকারীদের ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ইউনূস বিদেশি অর্থ এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে।
পলাতক হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগুন নিয়ে খেললে ইউনূসকেও পুড়ে মরতে হবে।