রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি

আজ বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। এ দফায় তিন সপ্তাহের (২০ দিনের) মতো ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এরই মধ্যে নোটিশ দিয়েছে।

রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশে দেখা যায়, একেক প্রতিষ্ঠান একেক রকম ছুটির তারিখ ঘোষণা করেছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের নোটিশে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। ৩ জুলাই থেকে যথারীতি ক্লাস চলবে। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা ছুটি কমিয়ে দিয়েছে।

সরকারের শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি চলবে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৯ জুন পর্যন্ত দেওয়া হয়েছে। আগামী ১৭ জুন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ