শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত

ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় রাতের আঁধারে চালানো ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, শুক্রবার ভোরে আইআরজিসি কেন্দ্রে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

উল্লেখ্য, এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ এবং কমপক্ষে ছয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

আয়াতুল্লাহ খামেনি ইহুদিবাদী সরকারকে সতর্ক করে বলেছেন, ‘এই হামলার জন্য তাদের কঠোর শাস্তি পেতে হবে। এই অপরাধের মাধ্যমে, ইসরাইল নিজেদের জন্য একটি তিক্ত, বেদনাদায়ক পরিণতি সৃষ্টি করেছে যা তারা অবশ্যই দেখতে পাবে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ