আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আবদুল লতীফ মানসুর বলেছেন, আফগানরা দখলের বিরুদ্ধে অতুলনীয় ত্যাগ স্বীকার করেছে। মুজাহিদদের দৃঢ় সংকল্প, ত্যাগ ও আত্মোৎসর্গের বরকতেই দখলদাররা আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মোল্লা আবদুল লতীফ মানসুর আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদাররা আফগানদের বিভিন্ন নামে ভাগ করে দিয়েছিল; চুরি ও লুটপাট ছিল, আফগানরা নিজেদের মধ্যে ঐক্যহীন ছিল এবং দুর্ভাগ্য ছাড়া আর কিছুই ছিল না।
তিনি উল্লেখ করেন, বিদ্যমান সুযোগ-সুবিধা ও অর্থ থাকা সত্ত্বেও আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতির জন্য কোনো কাজ করা হয়নি।
সূত্র : আরটিএ