শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

আফগানিস্তানের সবুজ পান্না নিলামে বিক্রি ৩ লাখ ৪৭ হাজার ডলারে, বিশ্ববাজারে বাড়ছে চাহিদা

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের ঝলমলে সবুজ পান্না আবারও আন্তর্জাতিক বাজারে আলোচনায় এসেছে। নবম সরকারি নিলামে প্রদেশের দুর্গম পাহাড় থেকে আহরিত ২ হাজার ৫৩৯ ক্যারেট পান্না প্রকাশ্য বিডিংয়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৮৫০ মার্কিন ডলারে।

প্রদেশের গভর্নর মোহাম্মদ আগা হাকিম জানিয়েছেন, পাঞ্জশিরের উচ্চমানের পান্না সফলভাবে আফগানিস্তানকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ আকর্ষণ করছে।

পাঞ্জশিরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এ নিলামে দেশি-বিদেশি ব্যবসায়ীরা অংশ নেন। তাঁদের মধ্যে চীনের বিশিষ্ট ক্রেতা ‘লিয়ন’ উপস্থিত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরাও যোগ দেন। কর্মকর্তারা জানান, নিলামটি কঠোর স্বচ্ছতার নিয়ম মেনে অনুষ্ঠিত হয়; তত্ত্বাবধান কমিটির উপস্থিতিতে প্রতিটি রত্নপাথর সতর্কতার সঙ্গে পরীক্ষা করা, ওজন করা এবং প্যাকেজ করার পর নিলামে তোলা হয়।

গাঢ় সবুজ রঙ ও অসাধারণ স্বচ্ছতার জন্য পাঞ্জশিরের পান্না বিশ্ববাজারে প্রসিদ্ধ কলম্বিয়ান পান্নার সমকক্ষ হিসেবে পরিচিত। অতীতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অবকাঠামোর অভাবে এ ব্যবসা সীমিত থাকলেও এখন এটিকে স্থানীয় ও জাতীয় অর্থনীতির সম্ভাব্য চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার রত্নপাথরের খাতকে আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিত করতে প্রকাশ্য নিলামের ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি, খনিশ্রমিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা।

বিশেষজ্ঞরা বলছেন, টেকসইভাবে পরিচালিত হলে পাঞ্জশিরের পান্না শিল্প আফগানিস্তানের খনিজ অর্থনীতির অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে। দেশের বিশাল লিথিয়াম, লাপিস লাজুলি ও অন্যান্য মূল্যবান পাথরের মজুদের পাশাপাশি এটি অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম। তবে আন্তর্জাতিক বাজারে সীমিত প্রবেশাধিকার, আধুনিক কাটিং ও পালিশ সুবিধার অভাব এবং চলমান মানবিক সংকট এ খাতের উন্নয়নে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

তবুও, প্রতিটি সফল নিলামের মাধ্যমে পাঞ্জশিরের “সবুজ রত্ন” আফগানিস্তানের নামকে আরও দূরে পৌঁছে দিচ্ছে, যা একদিকে দেশের প্রাকৃতিক সম্পদের সৌন্দর্য এবং অন্যদিকে অনাবিষ্কৃত অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img