বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

সুড়ঙ্গ দিয়ে পালানোর পর আটক ৪ ফিলিস্তিনি বন্দীর ওপর নৃশংস নির্যাতন চালাচ্ছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গিলবাও কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার হওয়া চার ফিলিস্তিনিকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনী সংগঠন নাদি আল-আসির সেন্টার।

সংগঠনটি জানায়, চার বন্দীর একজন হচ্ছে জাকারিয়া জুবাইদি। এই বন্দীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। তার শরীরে এখন শুধু নির্যাতনের চিহ্ন। নির্যাতনে অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাদি আল আসির সেন্টারের প্রধান রায়েদ আমের বলেন, চার বন্দীর কাউকেই তাদের আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হচ্ছে না। চার বন্দীর কোনো ক্ষতি হলে এজন্য পুরোপুরি দায়ী থাকবে দখলদার ইসরাইলের অবৈধ সরকার। চার বন্দীকেই তাদের আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে নাদি আল-আসির সেন্টারের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে।

গত সপ্তাহে ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টিত জিলবোয়া কারাগার থেকে ফিলিস্তিনের ছয় বন্দি দুঃসাহসিকভাবে সুড়ঙ্গ পথ খুঁড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে দুদিন ধরে ইসরাইলি পুলিশ ব্যাপক তল্লাশি করেও তাদের খোঁজ পেতে ব্যর্থ হয়। এরপর ইসরাইলী কর্তৃপক্ষ ঘোষণা করে যে, তারা চার বন্দীকে আটক করতে সক্ষম হয়েছে।

আমেরিকার গুয়ানতানামো কারাগারের আদলে ইসরাইলের গিলবাও কারাগারটি পরিচালিত হয়। তবে বন্দীদের পালিয়ে যাওয়ার পর ইসরাইলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন তৈরি হয়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img