শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

আমেরিকায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের ছুরি মারামারি, গোলাগুলি

আমেরিকার কয়েকটি শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন।

ওয়াশিংটনের অলিম্পিয়া এলাকায় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওয়াশিংটন থেকে ২৩ জনকে আটক করেছে। খবর পার্সটুডে’র।

শনিবার রাতে ‘প্রাউড বয়েজ’ নামে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে এন্টিফা নামে অন্য দল পাল্টে বিক্ষোভকারীদের মধ্যে ওয়াশিংটনের উপকণ্ঠে হাতাহাতি-মারামারি হয়েছে। এসময় দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়া স্প্রে করে।

এর আগে দিনের শুরুর দিকে উগ্র ডানপন্থী প্রাউড বয়েজ গ্রুপের অন্তত ২০০ সদস্য নিউইয়র্কে ট্রাম্প হোটেলের কাছে জঙ্গি মিছিল বের করে। তাদের অনেকের মুখোশ এবং হলুদ ও কালো শার্ট পরা ছিল।

আমেরিকার কয়েকটি শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। ওয়াশিংটনের অলিম্পিয়া এলাকায় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওয়াশিংটন থেকে ২৩ জনকে আটক করেছে।

শনিবার রাতে ‘প্রাউড বয়েজ’ নামে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে এন্টিফা নামে অন্য দল পাল্টে বিক্ষোভকারীদের মধ্যে ওয়াশিংটনের উপকণ্ঠে হাতাহাতি-মারামারি হয়েছে। এসময় দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়া স্প্রে করে।

এর আগে দিনের শুরুর দিকে উগ্র ডানপন্থী প্রাউড বয়েজ গ্রুপের অন্তত ২০০ সদস্য নিউইয়র্কে ট্রাম্প হোটেলের কাছে জঙ্গি মিছিল বের করে। তাদের অনেকের মুখোশ এবং হলুদ ও কালো শার্ট পরা ছিল।

এ সময় তারা এন্টিফা বিক্ষোভকারীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং ব্লাক লাইভস ম্যাটার আন্দোলনের পতাকা পুড়িয়ে দেয়। প্রাউড বয়েজ গ্রুপের লোকজন বিরোধীদের ওপর গুলি চালায় তবে পুলিশ অলিম্পিয়া এলাকা নিরাপদ রাখার চেষ্টা করে।

রাজধানীবাসীর চারজন ছুরির আঘাতে আহত হয়েছে এবং সংঘর্ষে আহত আটজনকে হাসপাতালে নেয়া হয়। এর বাইরে আটলান্টা, জর্জিয়া এবং আরো কয়েকটি অঙ্গরাজ্যে দু পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img