বিচারবিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে চুপিসারে সংশোধনী আনছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এই খবর প্রকাশ হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। কারও হাতে ছিল দেশের পতাকা। কেউ আবার হাতে তুলে নিয়েছিলেন “ইসরাইলে গণতন্ত্রকে রক্ষা করুন” কিংবা “গোটা বিশ্ব দেখছে” লেখা প্ল্যাকার্ড।
পার্লামেন্টে প্রাথমিক স্তরের ভোটাভুটির মাধ্যমে অনেকটাই এগিয়ে গেছে বিচারবিভাগের উপর সরকারি নিয়ন্ত্রণবৃদ্ধির এই প্রক্রিয়া। এমনকি প্রায় অনুমোদন প্রাপ্তির দিকে পৌঁছে গেছে সেই প্রক্রিয়া। আর এই বিষয়টি প্রকাশ্যেই আসতেই অশান্ত হয়ে উঠেছে গোটা ইসরাইল। কারণ এই সংশোধনী কার্যকর হলে পার্লামেন্টের হাতে অবাধ ক্ষমতা চলে আসবে বলে মনে করা হচ্ছে, যা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে প্রশাসন।
এই সংক্রান্ত বিলটি যাতে অনুমোদনের জন্য পেশ না করা হয় সেজন্য আর্জি জানিয়েছেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও।
তিনি বলেন, “আমার আর্জি, দয়া করে এই বিলটিকে প্রথম দফার অনুমোদনের দিকে ঠেলে দেবেন না।”
সূত্র: আল জাজিরা