বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

সম্পর্ক বৃদ্ধি ও জোরদারের লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

spot_imgspot_img

ইরানের শিয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চীন সফরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রায় দুই দশক পর ইরানের কোনো নেতার প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে এটি।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট ৩ দিনের জন্য এ সফরে যাচ্ছেন।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংবাদ সম্মেলনে বলেন, “এই সফরে উভয় দেশের সম্পর্ক বৃদ্ধি ও জোরদার করার লক্ষ্যে আলোচনা হবে।”

রাইসির ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি বলেছেন, দুই দেশের মধ্যে ‘বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা’ এই সফরের মূল লক্ষ্য।

উল্লেখ্য; ২০২১ সালের ২৭ মার্চ তেহরান ও বেইজিংয়ের মধ্যে ৪০০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img